
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিহতের স্বামী আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তার ফের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) আলী হোসেন আসামিদের আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, ২৮ বছর আগে শামসুন্নাহারের সাথে আব্দুল করিমের বিয়ে হয়। তাদের তিনটি সন্তানও রয়েছে। এরপর আব্দুল করিম জনৈক ফরিদাকে বিয়ে করেন। ওই সংসারে তার একটি সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে করিম মুক্তাকে চার বছর পূর্বে বিয়ে করেন। এরপর থেকে করিম তার প্রথম স্ত্রী শামসুন্নাহারের কোনো খোঁজ-খবর নিতেন না। কারণে-অকারণে তাকে মারধর করাসহ শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত ৩/৪ মাস আগে আসামি মুক্তা শামসুন্নাহারের বাসায় গিয়ে তাকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আব্দুল করিম সুন্দরী মেয়েদের সাথে অবৈধভাবে মেলামেশা করত। শামসুন্নাহার তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয় এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। গত ১ নভেম্বর সন্ধ্যায় বাসায় গিয়ে আসামিরা শামসুন্নাহার এবং তার ছোট ছেলে সাজ্জাদুল করিম শাওনকে ছুরি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম করে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার দায় স্বীকার করে মুক্তার ভাই জনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তাদের সম্পৃক্ততার বিষয়ে এসেছে। মামলার সুষ্ঠু তদন্তসহ এমন চাঞ্চল্যকর ও নৃশংস খুনের মূল রহস্য উদঘাটন, ঘটনায় আরো কোনো আসামি জড়িত কি না-তা জানার জন্য আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। আসামি আব্দুল করিমের পক্ষে তার আইনজীবী শেখ হেমায়েত হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, তাকে ছয়দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। আর ছয়দিন জিজ্ঞাসাবাদের জন্য যথেষ্ট সময়। তিনি অসুস্থ, হার্টের রোগী এবং যথেষ্ট বয়স্ক। এজন্য আমরা তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করছি। তারপরও যদি তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে জেলেগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শারমিন আক্তার মুক্তার পক্ষে তার আইনজীবী রেশমা আহমেদ বলেন, মুক্তা পরিস্থিতির শিকার। আর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ৩ নভেম্বর এদের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রসঙ্গত, গত ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা (নম্বর-১) দায়ের করেন। মামলায় আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা শামসুন্নাহার করিমের স্বামী আবদুল করিম ও করিমের তৃতীয় স্ত্রী মডেল শারমিন মুক্তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ৩ নভেম্বর দিবাগত রাত ৩টায় গোপালগঞ্জ থেকে মামলার মূল আসামি জনিকে গ্রেপ্তার করে র্যাব-৩। ৫ নভেম্বর জনির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড চলাকালীন সময়ে ৮ নভেম্বর জনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।