মিরাজ নিজের সুযোগটা কাজে লাগাতে চান

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানের জন্য ব্যাপারটা নতুন নয়। তবে মেহেদী হাসান মিরাজের জন্য হবে একদমই নতুন অভিজ্ঞতা। এই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন মিরাজ। সুযোগটা দুহাতে কাজে লাগাতে চান তরুণ এই অফ স্পিন অলরাউন্ডার।

প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে আজ সন্ধ্যায় দেশ ছাড়বেন মিরাজ। খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলতে সাকিব যাবেন আগামীকাল।

ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেওয়ার আগে আজ মিরপুরে মিরাজ জানালেন, সিপিএলে ভালো করে জাতীয় দলে টি-টোয়েন্টিতে নিয়মিত হতে চান, ‘সিপিএল আমার জন্য দারুণ একটা সুযোগ। ওখানে টি-টোয়েন্টি লিগটা যদি আমি কাজে লাগাতে পারি; আমার জন্য এবং আমার ক্যারিয়ারে জন্য অনেক ভালো হবে। জাতীয় দলে এক বছর টি-টোয়েন্টি খুব বেশি একটা খেলা হয়নি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলে মানিয়ে নিতে পারলে দারুণ সুযোগ তৈরি হবে আমার।’

বিপিএলে খেলার অভিজ্ঞতাটা সিপিএলে কাজে দেবে বলে মনে করেন মিরাজ, ‘এই অভিজ্ঞতা খুব কাজে দেবে। সর্বশেষ বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেছি। যখন যেভাবে পেরেছি অবদান রাখার চেষ্টা করেছি। বিপিএলের অভিজ্ঞতা এখানে অবশ্যই কাজে দেবে। ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড় বিপিএলে খেলেছে। আমি ওদের সম্পর্কে জানি।’

ওয়েস্ট ইন্ডিজ মিরাজের অপরিচিত জায়গা নয়। ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হয়ে গিয়েছিলেন ক্যারিবীয় দ্বীপে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিরাজ, ‘২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আমার দারুণ অভিজ্ঞতা আছে ওয়েস্ট ইন্ডিজে। সেবার আমরা সিরিজটা জিতে দেশে ফিরি। আমি ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছিলাম। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলাম। আমি খেলেছি গায়ানাতে, অন্য কোনো জায়গাতে খেলিনি। তবে সব উইকেট প্রায় একই রকম। চেষ্টা করব এই অভিজ্ঞতা কাজে লাগানোর।’

সিপিএলের নিয়মিত মুখ সাকিবের থেকেও ওখানকার উইকেট সম্পর্কে ধারণা নিয়েছেন মিরাজ, ‘সিনিয়র খেলোয়াড় যারা আছে তারা সব সময় আমাকে সাহস দিয়েছে। তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছে। সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সে বলেছে, ওখানে উইকেটটা টার্নিং থাকে। জায়গায় যদি বোলিং করতে পারি তাহলে ব্যাটিং করা কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় লো হয়, অনেক সময় টার্নিং করে। সব সময় আক্রমণাত্মক মুডে থাকলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।’

সিপিএলে পাঁচটি ম্যাচ খেলার জন্য আপাতত ১৫ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছেন মিরাজ। ফিরতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই। টি-টোয়েন্টি খেলে এসে টেস্টে মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মনে করেন মিরাজ।

‘আমরা যেহেতু ক্রিকেট খেলোয়াড়। আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। একটা ফরম্যাট থেকে অন্য আরেকটা ফরম্যাটে দ্রুত মানিয়ে নিতে না পারলে তার টিকে থাকাটা খুব কঠিন। আমার মনে হয় ওখান থেকে ফেরার পর কয়দিনের যে গ্যাপটা আছে সেটা যথেষ্ট টেস্টের আগে নিজেকে প্রস্তুত করতে। ফিরে এসে একটা দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছে আছে আমার। ওই অনুশীলন ম্যাচটা খেলতে পারলে এই কয়দিনের বিষয়গুলো কভার হয়ে যাবে’- বলেন ১৯ বছর বয়সি মিরাজ।

মূলত বোলার হিসেবেই মিরাজকে দলে নিয়েছে ত্রিনবাগো। তাই বোলিংটা ভালো করাই মিরাজের মূল লক্ষ্য, ‘টি-টোয়েন্টিতে ওখানে ব্যাটিংয়ের জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না। ওরা আমাকে একজন বোলার হিসেবে নির্বাচন করেছে। যদি ব্যাটিং করার সুযোগ পাই তাহলে অবশ্যই চেষ্টা করব ভালো ব্যাটিং করার। অনেক সময় দ্রুত রান তুলতে হতে পারে। সেই সময় যদি আমি এই কাজগুলো করতে পারি তাহলে হয়তো দলের জন্য ভালো হবে। মূল লক্ষ্য থাকবে বোলিংটা ভালো করার। কেননা ওরা আমাকে একজন বোলার হিসেবেই দলে নিয়েছে।’