
নিজস্ব প্রতিবেদক : গাড়ি পোড়ানো ও ভাঙচুরের একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩১ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। রোববার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু সম্প্রতি হাটকোর্ট মামলাটি স্থগিত করেছেন। এজন্য আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নবী সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৩১ ডিসেম্বর ঠিক করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ মার্চ পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে এদিন রাজধানীর শাহজাহানপুর থানার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা আরেক নাশকতার মামলা একই কারণে পিছিয়ে শুনানির তারিখ ৩১ ডিসেম্বর ধার্য করেছেন একই আদালত। এ মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগাস্থ বাটা সু স্টোরের সামনে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই বছর ২০ মার্চ ওই থানার এসআই রুহুল আমিন মুন্সি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অপর আসামিরা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, মীর সরাফাত আলী সফু, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আব্দুল আলীম, রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান হামিদ, এস এম জাহাঙ্গীর, মামুন হাসান, ইসহাক সরকার, খন্দকার এনামুল হক, হুমায়ুন কবির রওশন ও আবুল মনসুর খান দীপন।