মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির চূড়ান্ত টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির চূড়ান্ত টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ: বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট।

কামরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের প্রতিশোধ নেওয়ার জন্য ৭৫’ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত হিসেবে সামনে থেকে মুশতাক, ফারুক এদের দেখেছি। কিন্তু ঘটনার নেপথ্যে ছিল সেই পরাজিত শক্তি। তারা মনে করে ৭১’এর পরাজয়ের প্রতিশোধ সম্পূর্ণ হবে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেওয়া সংগঠন আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যা করতে পারলে। তাই তারা বার বার বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া সন্তান শেখা হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে।

তিনি বলেন, ৭১, ৭৫, জেল হত্যা ও ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীরা একই শক্তির। তারা আর কেউ না পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র এজেন্ট বিএনপি-জামায়াত চক্র। তাদের বিরুদ্ধে আমাদের এখনো লড়াই করে যেতে হচ্ছে। তারা চায় বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে থামিয়ে দিতে। তারা চাই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে।

খাদ্যমন্ত্রী বলেন, ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার আগে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় বঙ্গবন্ধুর ভাষণ সংরক্ষণে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এখন তারা পদক্ষেপ নিচ্ছে, তাদের টনক নড়েছে। তবে এই কাজগুলো আরো আগে করা উচিৎ ছিল।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনিরুল হকের সভপতিত্বে আরো বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুব উদ্দিন ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।