মুক্ত হবেন রাজপুত্র আলওয়ালিদ শিগগিরই!

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার সৌদি আরবের বিলিয়নিয়ার রাজপুত্র আলওয়ালিদ শনিবার বলেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ শিগগিরই নিষ্পত্তি হবে এবং কয়েক দিনের মধ্যেই তিনি মুক্ত হবেন।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, শুধু মুক্তই হবেন না, তার সব সম্পত্তিও ঠিকঠাক থাকবে।

সৌদি ধনকুবের ও রাজপুত্রদের জন্য রিয়াদের বিলাসবহুল রিৎজ-কার্লটন হোটেল কারাগারে রূপান্তর করে গ্রেপ্তারকৃতদের সেখানে রাখা হয়। সেখানে নিজের কক্ষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজপুত্র আলওয়ালিদ এ প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্ষমতা সুসংহত করতে এবং তেলনির্ভর অর্থনীতির সুপারপাওয়ার সৌদি আরবে নীতিগত সংস্কার করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাহসী পদক্ষেপের অংশ হিসেবে দুর্নীতিবিরোধী অভিযানে কয়েক ডজন রাজপুত্র ও ধনকুবেরকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে গ্রেপ্তার হওয়ার পর দুই মাসের বেশি সময় হোটেলে বন্দি জীবন কাটিয়েছেন রাজপুত্র আলওয়ালিদ।

গ্রেপ্তারের এই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আলওয়ালিদ। তিনি সৌদি আরবের অন্যতম প্রধান ব্যবসায়ী ও রাজপরিবারের প্রভাবশালী স