
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষার চতুর্থ দিনে আরবী ২য় পত্র পরীক্ষা চলাকালীন কেন্দ্র গোলোযোগ সৃষ্টির অপরাধে ভ্রাম্যমান আদালত তিন শিক্ষককে অর্থদন্ড দিয়েছে। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আলমগীর হুসাইন এদের তিন জনকে পৃথকভাবে ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করেন।
জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে রওশন আরা কলেজের জেডিসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ৭ নং কক্ষের দায়িত্বরত শিক্ষক মানিক মিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. খায়রুল বাশার তার কক্ষ থেকে ২নং কক্ষের অনাধিকার প্রবেশ করে এবং ঐ কক্ষের দায়িত্বরত শিক্ষক সোমাদ্দারখালী দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ ও কাঠালতলা গিয়াসিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোশাররফ হোসেনের সাথে তর্কবিতর্কে লিপ্ত হয়।
এ অপরাধে মানিক মিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. খায়রুল বাশারকে ১০ হাজার টাকা ও অপর দুজনকে ৩ হাজার টাকার করে অর্থদন্ড প্রদান করেন। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আলমগীর হুসাইন ও কেন্দ্র সচিব মোঃ ফখরুল ইসলাম।