মোরেলগঞ্জে বিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে সাধারণ অভিভাবক পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে মো.সরোয়ার হোসেন ৯৭ ভোট পেয়ে প্রথম, মো. হারুন অর রশিদ ৮২ ভোট পেয়ে ২য়, মো. মিজানুর রহমান শিকদার ৬৪ ভোট পেয়ে ৩য় এবং মো. ছিদ্দিক শেখ ৫৯ ভোট পেয়ে ৪র্থ স্থান পেয়ে নির্বাচিত হন। অন্যান্য প্রতিদ্বন্ধী প্রার্থী নিয়ামুল ইসলাম নিপু ৪৮ ভোট, সুলাইমান শেখ ২৭ ও আনোয়ার হোসেন সেখ পেয়েছে ২৩ ভোট। এছাড়াও বিনাপ্রতিদ্বন্ধীতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, দাতা সদস্য মো. মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো.মনিরুজ্জামান ওয়াহেদী, মো.মুনির আহম্মেদ ও শিক্ষক প্রতিনিধি(সংরক্ষিত)রেবেকা ইয়াসমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, নির্বাচনে ২৫০ জন ভোটারের মধ্যে ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান।