ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মাহবুব রহমানঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্নীতি বিরোধী মিনি ম্যারাথন, আলোচনা সভা, সাংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকাল তিনটায় উপজেলার পাঁচপাই বাজার হতে গফরগাঁও পৌরশহরস্থ জামতলা মোড় পর্যন্ত এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ গ্রহন করেন ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জামতলা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহসান এডভোকেট । এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামিম রহমান, দুদকের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম, সহকারি পরিচালক মাসুদুর রহমান ও রতন কুমার দাস, গফরগাঁও থানার ওসি মো: আব্দুল আহাদ খাঁন, সাবেক পৌর মেয়র মঞ্জুর মিয়া, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমূখ ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথীবৃন্দ । ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় আরিফ হাসান, দ্বিতীয় নূরুজ্জামান শিকদার ও তৃতীয় হন সাদিকুজ্জামান হৃদয় ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার