নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ট্রাকের ধাক্কায় টুকু সুলতান (৩৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার শহরের ঢাকা রোড বাবলাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুকু শেখহাটি বাবলাতলা এলাকার মৃত আমির হোসেনের ছেলে। নিহতের ভাই ইকু সুলতান জানান, তার ভাই টুকু রাজমিস্ত্রির কাজ করতেন। সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন মণিহার এলাকায় যাওয়ার জন্য। ঢাকা রোড বাবলতলা মোড়ে পৌঁছলে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ‘একজন রাজমিস্ত্রি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’
কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই অরুণকুমার দাশ বলেন, ‘দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করা হয়েছে।’


