
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।
রোববার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পূর্ব ভেওলা এলাকার মৃত কবির আহমদের স্ত্রী নুর নাহার (৫০) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরবের মোহাম্মদ কাশেম (৪৫)।
ঘটনায় আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেন।