যাত্রীর কাছ থেকে ১.৪ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত যাত্রীর কাছ থেকে ১.৪ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

জব্দকৃত সোনা যাত্রীদের প্যান্টের পকেট, মানিব্যাগ ও জুতায় লুকানো অবস্থায় পাওয়া যায়। মোট ১২টি সোনার বারের বর্তমান বাজারমূল্য ৬৯ লাখ ৬০ হাজার টাকা।

যাত্রীরা হলেন- মুন্সিগঞ্জের মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার বাবুল মিয়া, খালীহাটির ফরমান আলী, মেহেরপুরের ফজলুল হক, কুষ্টিয়ার রবিউল ইসলাম, নরসিংদীর আলাম মিয়া ও ফেনীর আবদুল্লা আল মাহফুজ।

সোমবার বিকেলে সৌদি থেকে আসা ওই যাত্রীদের কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, যাত্রীরা বিজি রিয়াদ ০৪০ যোগে সৌদি আরব থেকে শাহজালালে অবতরণ করেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এগুলো ঘোষণা ছাড়াই দেশে আনা হয়েছিল। জব্দকৃত স্বর্ণ ও যাত্রীদের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।