
ক্রীড়া ডেস্ক : ‘ট্রু স্পোর্টসম্যান’ বলতে যা বুঝায় এবি ডি ভিলিয়ার্স ঠিক যেন সেরকমই। আবারও প্রমাণ করলেন দলই সব কিছু। ব্যক্তিগত অর্জন, সাফল্য কোনো কিছুই দলের ঊর্ধ্বে নয়।
ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই দলের বাইরে ডি ভিলিয়ার্স। এ সময় দলকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লিসিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মিস করা ভিলিয়ার্স ইনজুরির কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও মিস করবেন। দলে থাকছেন না নিশ্চিত হওয়ার পরই ভিলিয়ার্স অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। দলকে সঠিকভাবে পরিচালনা করতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ভিলিয়ার্স। নতুন অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লিসির নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, ‘টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগটি দারুণ ছিল। কিন্তু দলকে আমি নেতৃত্ব দিতে পারছি না। ইনজুরির কারণে দুটি সিরিজ খেলতে পারিনি। শ্রীলঙ্কার বিপক্ষেও পারছি না। দলীয় স্বার্থের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত।’
কনুইয়ে অস্ত্রোপচারের পর নভেম্বরে তার ফেরার কথা ছিল কিন্তু পুরোপুরি সেরে না উঠায় তাকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে ৩-৪ সপ্তাহ প্রয়োজন হবে বলে জানা গেছে। তবে ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে মারুকুটে এ ব্যাটসম্যানের। টেস্ট অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডেতে প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন ভিলিয়ার্স।
উইকেট রক্ষক ব্যাটসম্যান ২০০৪ সালে অভিষেকের পর ১০৬ টেস্টে ৫০.৪৬ গড়ে টেস্টে ৮০৭৪ রান করেছেন। হাশিম আমলা দায়িত্ব ছাড়ার পর প্রোটিয়াদের মাত্র ২টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ভিলিয়ার্স। এরপর ইনজুরির কারণে মাঠে নামার সুযোগ হয়নি তার।