যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে অপমান বোধ করেছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের দানাংয়ে অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সংক্ষিপ আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে অপমান বোধ করেছেন ভ্লাদিমির পুতিন। ট্রাম্প বলেছেন, ‘আপনারা অনেকবার জিজ্ঞাসা করতে পারেন… তিনি নিশ্চয়তা দিয়ে বলেছেন, আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেননি তিনি।’ শনিবার বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগকে ‘কল্পকাহিনি’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট পুতিন। তবে অভিযোগ নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), কংগ্রেশনাল তদন্ত কমিটি ও বিচার বিভাগ। চলমান তদন্তে রাশিয়ার সঙ্গে আঁতাতে জড়িত থাকার সন্দেহে এরই মধ্যে ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ট সহযোগীর নাম প্রকাশ করা হয়েছে। বেরিয়ে আসছে আরো নতুন নতুন তথ্য। এ নিয়ে চরম চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অনেক বিশেষজ্ঞ দাবি করছেন, এই অভিযোগকে আমলে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা যেতে পারে। তবে এখনো দৃঢ়তার সঙ্গে ট্রাম্প বলে যাচ্ছেন, তার ও তার সহযোগীদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও ভুয়া। উল্লেখ্য, ভিয়েতনামের দানাং নগরে ইন্টারকন্টিনেন্টাল দানাং সান পেনিনসুলা রিসোর্টে ২১ সদস্যবিশিষ্ট এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন শুরু হয় শুক্রবার। ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত এ সংস্থার সদর দপ্তর সিঙ্গাপুর। সদস্য দেশের মধ্যে মুক্ত বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করে থাকে সংস্থাটি।