যুক্তরাষ্ট্রের ১২৮ পণ্যে চীনের ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কারোপের নেতিবাচক প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। পাশাপাশি ধাক্কা খেয়েছে এশিয়ার শেয়ার বাজারও। সোমবার ওয়াল স্ট্রিটে এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ২.২ শতাংশ পর্যন্ত কমে গেছে। এ ছাড়া, ডো জোন্সের শিল্প গড় কমে গেছে ১.৯ শতাংশ। এশিয়ায় জাপানের নিক্কেই ২২৫ মঙ্গলবার দিনের শুরুতে লেনদেন ১.৫ শতাংশ কমে গেছে।

এদিকে, শুকরের মাংস, মদসহ ১২৮ পণ্যে অতিরিক্ত শুল্কারোপ করায় চীনের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুল্কারোপ নিয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস বেইজিংয়ের বিরুদ্ধে ‘বিশ্ব বাজার টালমাটাল’ করার অভিযোগ এনেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার বলেন, ‘স্টিল সংকটের মূল কারণ হলো চীনের ভর্তুকি থেকে অর্থ আদায় ও ধারাবাহিক অতি-উৎপাদনশীলতা। যুক্তরাষ্ট্রের স্বচ্ছ রপ্তানি বাণিজ্যকে লক্ষ্যে পরিণত না করে চীনের উচিত তাদের অন্যায্য ব্যবসায়িক চর্চা বন্ধ করা, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষতি করছে ও বিশ্ব বাজারকে টালমাটাল করছে।’

উল্লেখ্য, চীনের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপ এবং আরো কয়েকটি চীনা পণ্যে মোটা অংকের শুল্কারোপের আগাম ঘোষণার প্রতিবাদে সোমবার ১২৮ মার্কিন পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কারোপ করে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘বাণিজ্যযুদ্ধ’ ঘোষণা দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষে এতে সহজেই জয়ী হওয়া সম্ভব।’

তথ্যসূত্র : বিবিসি ও রয়টার্স