রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মফিজুল লিটন (৪৮) নিহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার নীড়ওয়ারীপরের মনিরুল ইসলামের ছেলে।

লিটনের ভাই তোফায়েল আহমেদ জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস মফিজুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।