
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলীর শিশুমেলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে র্যাব-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ‘মঙ্গলবার রাতে শ্যামলী শিশুমেলা এলাকায় অভিযান পরিচালনা করে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতে তারা দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাট বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে ডাকাতি করে।’
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা হলো মো. বাবুল, মো. রিফাত আহমেদ ওরফে হৃদয়, মো. সুজন, মো. শীলন, মো. শাহ আলম, মো. আল আমিন, মো. মোশাররফ হোসেন ও মো. জালাল। এ সময় তিনটি ডেগার ও ছুরি উদ্ধার করা হয়। এ বিষয়ে শেরে বাংলানগর থানায় মামলা হয়েছে।