রাজশাহীতে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, কলেজছাত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পুটিয়ায় এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আল-মামুন (২৪) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত বুধবার নির্যাতিত ওই নারী নিজে বাদী হয়ে মামুনের বিরুদ্ধে ধর্ষণ এবং পর্ণোগ্রাফি আইনে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মামুন উপজেলার সৈয়দপুর গ্রামের সমশের আলীর ছেলে। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র মামুন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, ওই নারী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পুঠিয়ায় উপজেলায় তার বাড়ি। ওই নারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সেখানে তার ডাক্তারি পরীক্ষা হয়েছে।

মামলার এজাহারে ২৩ বছর বয়সি ওই নারী বলেছেন, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মামুন তাকে বিয়ের প্রস্তাব দেন। তিনি ওই প্রস্তাবে রাজি হন। এরপর বিয়ের কথা বলে গত ১৫ মে মামুন তাকে রাজশাহী শহরে নিয়ে যান। কিন্তু কাজী না থাকার অজুহাতে তিনি ওই নারীকে বিয়ে না করে তার এক আত্মীয়ের বাড়ি নিয়ে যান।

সেখানে তাকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, গোপনে ওই ঘটনার ভিডিও চিত্র ধারণ করা হয়। এরপর মামুন ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করলেও তার সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ওই নারী এতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে গত ২৫ জুলাই মামুন ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রলয় কুমার প্রামাণিক জানান, মামলা দায়েরের পর থেকে মামুন এলাকা ছেড়ে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তাকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে তোলা হয়।

এ সময় আদালতে তার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে রিমান্ড আবেদনের শুনানি হয়নি। আদালত মামুনকে কারাগারে পাঠিয়েছেন বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা।