
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চারঘাট উপজেলা থেকে ফেনসিডিলসহ তজিবর (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। তজিবর চারঘাটের টাংগন পূর্বপাড়া এলাকার বাসিন্দা। র্যাব-৫ এর মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টায় টাংগন পূর্বপাড়া গ্রাম থেকে তজিবরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৩২৪ বোতল ফেনসিডিল ছাড়াও একটি মোবাইল ফোন সেট ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তজিবর বিক্রির জন্য বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছেন, এ ধরনের সংবাদের ভিত্তিতে মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। এ ঘটনায় তজিবরের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটক তজিবরকেও ওই থানায় হস্তান্তর করা হয়েছে।