রাশিয়ার কর্মকাণ্ডের তথ্য প্রকাশ ফেসবুকে

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক জানিয়েছে, গত দুই বছরে রাশিয়া থেকে পোস্ট করা স্ট্যাটাসগুলো যুক্তরাষ্ট্রের প্রায় ১২৬ মিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছেছে। সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এ মাধ্যমটির দেওয়া তথ্যমতে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে রাশিয়ার একটি প্রতিষ্ঠান ফেসবুকে ৮০ হাজারের বেশি পোস্ট যুক্ত করেছে। এর মধ্যে অধিকাংশ পোস্ট সামাজিক ও রাজনৈতিক বিভেদের ওপর গুরুত্ব দিয়ে করা হয়েছে। জনপ্রিয় ওয়েবসাইটগুলোতে রাশিয়ার প্রভাব কতটা- এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানির আগে ফেসবুকে রাশিয়ার কর্মকাণ্ডের তথ্য প্রকাশ করল ফেসবুক কর্তৃপক্ষ। গুগল ও টুইটারও ফেসবুকের সঙ্গে এ শুনানিতে অংশ নেবে এবং তারাও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানাবে সিনেটকে। যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্তের অংশ হিসেবে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর সঙ্গে কথা বলছে সিনেট ইনভেস্টিগেশন কমিটি। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ জোর গলায় প্রত্যাখ্যান করেছে রাশিয়া। চলতি বছরের জানুয়ারি মাসে পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মতৈক্যে পৌঁছায় যে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে তারা হিলারির বিরুদ্ধে অপ্রচার করেছে এবং হিলারি ও ডেমোক্র্যাটিক পার্টির ই-মেইল এবং ওয়েবসাইট হ্যাক করেছে। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাত নিয়ে তদন্ত চলছে। এদিকে, রাশিয়ার পোস্ট নিয়ে ফেসবুকের প্রকাশিত তালিকা রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের হাতে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দুটি। তাতে দেখা যাচ্ছে, ২০১৫ সালের জুন মাস থেকে ২০১৭ সালের আগস্ট মাস পর্যন্ত রাশিয়ায় বসে ৮০ হাজার স্ট্যাটাস পোস্ট করা হয়েছে। ফেসবুকের দাবি, ক্রেমলিনের সঙ্গে সম্পর্কিত একটি কোম্পানি এসব পোস্ট আপলোড করেছে। ফেসুবকে রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে হুমকি হিসেবে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির জেনারেল কাউন্সেলর কলিন স্ট্রিচ। তিনি বলেছেন, এই হুমকি মোকাবিলায় যা যা করা প্রয়োজন, তাই করবে ফেসবুক। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ভিন্ন ভিন্ন ১৮টি চ্যানেল ব্যবহার করে ১ হাজারের বেশি ভিডিও রাশিয়া থেকে ইউটিউবে পোস্ট করা হয়েছে বলে সোমবার গুগল কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে, টুইটার বলছে, রাশিয়াভিত্তিক ইন্টারনেট রিসার্চ এজেন্সি টুইটারে ২ হাজার ৭৫২টি অ্যাকাউন্ট পরিচালনা করে বলে তারা সন্দেহ করছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন