রিয়ালে ভিনিসিয়াস

ক্রীড়া ডেস্ক : গ্রীষ্মের দলবদলেই নিজেদের আক্রমণভাগে শক্তি বাড়াতে চাইছে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ। এ জন্য ব্রজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে লস ব্লাঙ্কোসরা।

ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়ালে যোগ দেওয়ার জন্য আগ্রহী রয়েছেন ভিনিসিয়াসও। মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেওয়ার জন্য নাকি ৪৫ মিলিয়ন ইউরোতে একমত রয়েছেন তিনি। তবে ১৮ বছর না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করতে পারছে না রিয়ালের পরিচালক ও কোচরা। চলতি বছরের ১২ জুলাই ১৮ বছরে পা রাখবেন সেলেসাও এ ফরোয়ার্ড।

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে খেলছেন ভিনিসিয়াস। অনেকে মনে করছেন রিয়ালের আসার আগে স্বদেশী ক্লাবে খেলে আরও পরিপক্ব হওয়া দরকার তার। ইতিমধ্যেই ক্লাবটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন ব্রাজিলিয়ান এ তারকা। প্রতিভাবান এ তরুণ তারকাকে দলে পেতে বেশ আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। তাদের বিশ্বাস, ২০১৮-১৯ মৌসুমেই লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠে নামতে পারবেন ভিনিসিয়াস।