রূপসায় মুক্তিযোদ্ধা ইখতিয়ার ফকিরের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এম এম সি মেহেদী হাসান: রূপসা উপজেলার সমাজসেবা দপ্তরের সাবেক অফিস সহকারী, বীর মুক্তিযোদ্ধা ইখতিয়ার ফকির (৭০) গত ২১ ফেব্রুয়ারী সকালে নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তাকে তার নিজ গ্রাম ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গায় দুপুর ২:৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রশাসনের পক্ষ্যে তার মৃত দেহের প্রতি সম্মান প্রদর্শন করে গার্ড অব অনারের সালাম প্রদর্শন করেন শিয়ালী ক্যাম্প পুলিশের আইসি এস আই ফিরোজ ফকির ও এ এস আই কাজী জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, মুক্তিযোদ্ধা কাজী ইয়াহিয়া, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ: মজিদ ফকির, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপত্র, মুস্তাইন তালুকদার, গোলাম মোস্তফা, আলী আকবর, সিরাজুল ইসলাম মিনা, চান ফকির, সিদ্দিকুর রহমান, এস এম সুলতান, গিয়াস উদ্দিন, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, যুবলীগ নেতা এম ডি রকিব উদ্দিন, তহিদুল ইসলাম মোল্লা, সাব্বির, রিজভী আহম্মেদ, রিপন শিকদার প্রমুখ। এর পর স্থানীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।