
ক্রীড়া ডেস্ক : সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। দলে নেই রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো ছাড়াও এই দুই ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের দলে নেই রিকার্দো কারেসমা ও নানি। আগামী ১০ নভেম্বর সৌদি আরবকে ও ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রকে আতিথ্য দেবে পর্তুগাল। দলে নতুন মুখ মোনাকো ফরোয়ার্ড মার্কোস লোপেস। তার পাশাপাশি রিয়াল সোসিয়েদাদের কেভিন রদ্রিগেজ, লিলের এডগার ও বার্গার রিকার্ডো ফেরেইরাকে রক্ষণের বিকল্প হিসেবে প্রথমবার দলে নিয়েছেন সান্তোস। দল নির্বাচন নিয়ে সান্তোস বলেছেন, ‘এই অনুপস্থিতিগুলো বিভিন্ন কারণে। কিছু আমার বিকল্প, অন্যগুলো চোটের কারণে। অনুশীলনের পর আমরা কিছু খেলোয়াড়কে জাতীয় দলে পরখ করে দেখতে চাই। বিশ্বকাপের আগে সেরা একটি দল বেছে নেওয়াই আমার মূল লক্ষ্য।’