
ক্রীড়া ডেস্ক : দলবদলের মৌসুমে বিক্রি করে দেওয়া খেলোয়াড়দের রিয়াল মাদ্রিদ ‘মিস’ করছে- ক্রিস্টিয়ানো রোনালদোর এমন দাবির সঙ্গে একমত নন সার্জিও রামোস। পর্তুগিজ ফরোয়ার্ড ‘সুবিধাবাদী মতামত’ দিয়েছেন বলে মনে করেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
২০১৭-১৮ মৌসুমের শুরুতে পেপে, আলভারো মোরাতো ও হামেস রদ্রিগেজকে বিক্রি করে দেয় রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে কঠিন সময় পার করছে জিনেদিন জিদানের দল। লা লিগায় ১১ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে আট পয়েন্ট পিছিয়ে আছে তারা।
তবে রোনালদোর দাবিকে উড়িয়ে দিয়েছেন রামোস। বরং গ্যারেথ বেল, রাফায়েল ভারানেসহ বর্তমান দলের বেশ কিছু খেলোয়াড়দের চোটকেই বড় করে দেখছেন তিনি।
স্প্যানিশ একটি রেডিও স্টেশনকে রামোস বলেছেন, ‘আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে একমত নই। আমি মনে করি, এটি একটি সুবিধাবাদী মতামত।’
‘আমরা যখন দুটি সুপার কাপ জিতলাম (উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ), কেউ কারও অভাব বোধ করেনি’- যোগ করেন রামোস।
সবাই একসঙ্গে থাকলেই দল শক্তিশালী হয় বলে মনে করেন অধিনায়ক, ‘আমি চোটকে বেশি গুরুত্ব দেব। আমরা যখন একসঙ্গে থাকি দল শক্তিশালী হয়। আমি কারও অভাব বোধ করি না, কারও না।’
এবারের লিগে সাত ম্যাচে রোনালদো মাত্র একটি গোল করেছেন। এ নিয়ে রামোসের মন্তব্য, ‘কে গোল করছে, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। কিন্তু ওর একটি আলাদা ভূমিকা আছে। এখানে বিভিন্ন ব্যক্তিগত ট্রফি আছে, সেগুলো নির্ভর করছে গোলের ধরনের ওপর।’