
এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর শ্যামলী এলাকা থেকে র্যাব ও সিআইডি’র কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারক চক্রের মূল হোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর সদস্যরা। এসময় র্যাব সদস্য তার কাছ থেকে বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড উদ্বার করেন।
আজ রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় গোপনে র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
র্যাব-২ এর সহকারি পরিচালক এএসপি মো. নিজাম উদ্দিন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-২ এর সহকারি পরিচালক মো. নিজাম উদ্দিন আজ জানান, রোববার দুপুরে শ্যামলী এলাকায় গোপনে অভিযান চালিয়ে চাঁদাবাজি ও প্রতারক চক্রের মূল হোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেন। তার কাছে বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড পাওয়া যায়। কার্ডে কালাম নিজেকে কখনো র্যাব আবার কখনও সে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ অসংখ্য ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তার অধীনে ঢাকা মহানগরীতে এ ধরনের একটি প্রতারকচক্র রয়েছে যার মূল হোতা হল এই কালাম আবুল কালাম। প্রাথমিক জিঞ্জাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।