লক্ষ্মীপুরে পন্টুনের র‌্যাম ভেঙে ফেরি চলাচল বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পণ্যবাহী ট্রাকের চাপে বিআইডব্লিউটিএ’র পন্টুনের র‌্যাম ভেঙে মজুচৌধুরীরহাট ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার বিকেল চারটার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা লবণ ও হলুদ বহনকারী একটি ট্রাক (ঢাকা-মেট্রো ট ১৮-৪২০৫) ফেরিতে ওঠার সময় র‌্যাম ভেঙে এ ঘটনা ঘটে।

এতে করে লক্ষ্মীপুর-ভোলা নৌপথে চলাচলকৃত বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাকসহ অর্ধশতাধিক যানবাহন ঘাট এলাকায় আটকা পড়ে আছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বিআইডব্লিউটিএ’র লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট ফেরিঘাটের পন্টুনের দায়িত্বে থাকা লস্কর আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাম আনার জন্য বলা হয়েছে। র‌্যাম এলে দ্রুত স্থাপন করে যোগাযোগ স্বাভাবিক করা হবে।