ক্রীড়া ডেস্ক : ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন রিশভ পান্ত। তার শোভায় শোভিত বৃহস্পতিবারের আইপিএল।
দিল্লির এ ব্যাটসম্যান নিজেদের মাঠে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৩ বলে করেন ১২৮ রান। ১৫ ও ৭ ছক্কা হাঁকান বিধ্বংসী ইনিংসটিতে। তরুণ এ ক্রিকেটারের ঝোড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৮৭ রান তুলে দিল্লি। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি দিল্লি। শেখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন বীরত্বে হায়দরাবাদ জয় পায় ৯ উইকেট হাতে রেখে। আর এ জয়ে সবার আগে প্লেঅফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে অ্যালেক্স হেলস (১৪) সাজঘরে ফিরেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি হায়দরাবাদকে। ম্যাচসেরা নির্বাচিত হওয়া ধাওয়ান ৯২ এবং উইলিয়ামসন ৮৩ রান করেন। তাদের ১৭৬ রানের জুটি এবারের আইপিএলে সর্বোচ্চ। ধাওয়ান ৫০ বলে ৯ চার ও ৪ ছক্কায় করেন ৯২ রান। হায়দরাবাদের অধিনায়ক ৫৩ বলে ৮ চার ও ২ ছক্কায় সাজান ৮৩ রানের ইনিংসটিকে।
এর আগে প্রথম ইনিংসটি ছিল পান্তের একার। ২০৩.১৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে দিল্লি স্টেডিয়াম মাতিয়ে রাখেন এ তরুণ। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পাওয়া পান্ত সেঞ্চুরিতে পৌঁছান ৫৬ বলে। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ক্যারিয়ার সেরা ১২৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন হার্শাল প্যাটেল।
পান্ত মিডলে নেমে দ্যুতি ছড়ালে হায়দরাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন সাকিব আল হাসান। চতুর্থ ওভারে সাকিব পরপর দুই বলে নেন দুই উইকেট। হায়দরাবাদের সেরা বোলার সাকিবই। ৪ ওভারে ২৭ রানে নেন ২ উইকেট।


