লালমনিরহাটের কালীগঞ্জে অগ্নিকান্ড ৬টি বাড়ির সর্বশ ভস্মিভূত

এস এম আলতাফ হোসাইন সুমন    লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এক অগ্নিকান্ডে ৬টি বাড়ির সর্বশ আগুন লেগে ভস্মিভূত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দিবগত রাতে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

 স্থানীয়রা জানান, রাতে গোপালরায় গ্রামের প্রথমে একটি বাড়ির জলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত আসে পাশের বাড়িঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে ৬টি বসতঘর ও ঘরে থাকা ধান,চাল ও নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে গ্রস্তরা হলেন হেলাল উদ্দিন, বাবুল মিয়া, সাবু মিয়া, মুকুল হোসেন,দেলদার রহমান ও সফিয়া বেগম।

কাকিনা ইউনিয়ন পরিষদের গোপালরায় গ্রামের ইউপি সদস্য আতাউজ্জামান রঞ্জু জানান, জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হলে ছয়টি বসতঘরের প্রায় ২৫ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে।