লালমনিরহাটের হাতীবান্ধায় এবার ৫ম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং থানায় মামলা দায়ের

এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট থেকেঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের  সুইটি (ছন্দনাম) (১১) নামের এক ৫ম শ্রেণীর ছাত্রী শাকিল নামের এক বখাটের হাতে ইভটিজিং এর স্বীকার হয়েছে।  ঘটনাটি মঙ্গলবার বিকালে ঘটলে বুধবার (১অক্টোবর) সকালে ওই বখাটের নামে থানায় অভিয়োগ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সুইটি ঠ্যাংঝাড়া রাফাত জলিল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। বখাটে শাকিল সানিয়াজান ইউনিয়নের  আব্দুল খালেক ও  শাহানা বেগম এর বড় ছেলে। সে ঠ্যাংঝাড়া হাবিবুর রহমন উচ্চ বিদ্যালয় এর ৭ম শ্রেণীর ছাত্র।

জানাগেছে, মঙ্গলবার  দুপুরে ওই ছাত্রী ক্লাশ শেষে বাড়ি ফেরার পথে প্রতিমধ্যে ফাঁকা জায়গা পেয়ে বখাটে শাকিল তাকে জড়িয়ে ধরে এবং তার গালে চুমু দেয়। পরে স্কুল ছাত্রী মনা এর সাথে থাকা বন্ধু বান্ধবীরা এবং আশেপাশের লোকজন বখাটে শাকিলকে ধরতে আসলে সে বাইসাইকেল যোগে পালিয়ে যায় । পরে মনা তার পরিবার কে জানালে তার পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন।

ঠ্যাংঝাড়া রাফাত জলিল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বখাটে শাকিলের নাম উল্লেখ্য করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার (ওসি) শামিম হাসান সিকদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন,” আমরা অভিযোগপত্র পেয়েছি এবং ওই বখাটে ছেলেটিকে ধরার জন্য চেষ্টা চলছে।”