লালমনিরহাটের হাতীবান্ধায় আরও একজন কলেজ ছাত্রীর আত্মহত্যা

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের দোলাপাড়া অনুপমা রায় (১৭) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তার এ আত্মহত্যার কারণ জানা যায়নি।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার নওদাবাস ইউনিয়ন ১ নং ওয়ার্ডের দোলাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

অনুপমা ঐ এলাকার ভুপেন চন্দ্র রায়ের মেয়ে। সে গেন্দুকুড়ি আইডিয়াল মহিলা কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্রী।

ভুপেন্দ্র চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র (১৪) বলেন বাবা-মা আজ সকালে পাশ্বর্রতী গোতামারীতে আমার এক অসুস্থ মামাকে দেখতে যায়। দুপুরে আমার চাচাত বোন তাপসী রাণীন (১৫)সহ বাড়িতে এসে ঘরে ডুকে দেখি আপু ঘরের ফ্যানের সাথে গলার ওড়না পেচিয়ে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। খরব পেয়ে গোতামারী থেকে বাবা-মা ছুটে আসেন এরই মধ্যে পুলিশ এসে ঘর থেকে লাশ উদ্ধার করেন। তবে কি কারনে অনুপমা আত্মহত্যা করতে পারে এবিষয়ে কেউ কিছুই বলতে পারেনি।

নওদাবাস ইউমনিয়নের চেয়ারম্যান বাবু অশ্নীকুমার বসুনিয়া ঐ কলেজ ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করলেও। এর কারন সম্পর্কে কিছু বলতে পারেন নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।