
লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিউটি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিউটি উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুল হালিমের মেয়ে এবং বড়খাতা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বিউটির সঙ্গে পার্শ্ববর্তী এক ছেলের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ওই প্রেমিককে বিয়ে করতে চাইলে তার পরিবার রাজি না হওয়ায় অভিমান করে দুপুরে নিজ ঘরে বিষপান করে বিউটি। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।