
এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ লালমরিহাটের কালীগঞ্জে জমি বিরোধের জের ধরে ছোট ভাইয়ের বাড়ীতে হামলা করে ভাংচুর করে বাড়ীর লোকজনকে তারিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি সোমবার রাতে উপজেলার দক্ষিন ঘনেশ্যাম মটেরপাড় নামক গ্রামে ঘটে। বাড়ীতে থাকা গরু ছাগলগুলোকে ঘরে তালা বন্ধ করে রাখায় গত তিন দিন ধরে গরুছাগলগুলো না খেয়ে ঘরের মধ্যে পরে রয়েছে।
খোজ নিয়ে জানা যায়, জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিন ঘনেশ্যাম মটেরপর গ্রামের মৃত নুরল হকের ছেলে আজিজুল ইসলাম তার ছোট ভাই আসাদুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে তাদেরকে পিটিয়ে বাড়ী থেকে তারিয়ে দেয়। এ ঘটনার পর আসাদুল বাদী হয়ে বড় ভাই আজিজুল সহ ১০ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, বড় ভাই আজিজুলের নেতৃত্বে আসামীগন লাঠি সোঠা লোহার রড, ধারালো, দা, ছোড়া নিয়ে বাড়ীতে অনাধিকার প্রবেশ করে বাড়ীতে থাকা ঘরের বেড়া কাটের দরজা, জানালাসহ টিভি, আলমারী, সোকেস ভাংচুর করে ডয়ারে থাকা নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়।
এসময় বাড়ীর লোকজনকে এলোপাতারী মার পিট করে বাড়ী থেকে তারিয়ে দেয় হামলাকারীরা । এ সময় আসাদুলের ছেলে বুলু(১২) মারাত্নক ভাবে আহত হলে তাকে দ্রুত কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা বাড়ীতে থাকা গরু ছাগল হাঁস মুরগীগুলোকে ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে।
এ ব্যাপারে মামলার বিবাদি আজিজুল ইসলাম জানান, ভাই আমি হাসপাতালে আছি। গরু ছাগলের কথা জানতে চাইলে তিনি জানান আমরাই গরু ছাগলকে খাওয়াতেছি।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।