
ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সম্প্রতি নেইমারের বাবার সাক্ষাতে গুঞ্জনটা আবারও জোরালো হচ্ছে। আর তা হচ্ছে লা লিগার ক্লাব রিয়ালে আসছেন নেইমার।
গ্রীষ্মের দলবদলে রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পরই লুইস সুয়ারেজ বলেছিলেন, রিয়াল মাদ্রিদে যোগ দেবেন নেইমার। অনেকেই সে সময় এটাকে ‘নেইমার বার্সা ছেড়ে যাওয়ায় রাগ ঝাড়ছেন সুয়ারেজ’এমনটা মনে করেছিলেন। কিন্তু দাবিটা এখন আরো জোরালো হচ্ছে। অনেকেই মনে করছেন সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প হবেন নেইমার। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দে পোর্তিভো এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
বয়সের হিসেবে মেসির চেয়ে আগে ক্যারিয়ার শেষ হতে পারে রোনালদোর। সে হিসেবে রিয়ালে গেলে বার্সার চেয়ে কম সময়ের মধ্যে রাজত্ব পাবেন নেইমার। সেই হিসেব করেই নাকি রিয়ালে যাওয়ার পরিকল্পনা করছেন নেইমার।
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে থাকাকালীন সময়েই তরুণ নেইমারকে টার্গেট করেছিল রিয়াল। ২০১৩ সালে নেইমারের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিল রিয়াল। স্বয়ং ফ্লোরেন্তিনো পেরেজের দাবি, রিয়ালে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালকে টেক্কা দিয়ে নেইমারকে দলে ভেরায় তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
বর্তমান চুক্তির মেয়াদ অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবেন দলটির তারকা ফুটবলার রোনালদো। ৩২ বছর বয়সি রোনালদোর পারফরম্যান্সে বয়সের ছাপ পড়ার আগেই হয়তো ফর্মে থাকা নেইমারকে দলে টানতে চাইবে ইউরোপের সবচেয়ে দামি ক্লাব রিয়াল।