শান্তিপূর্ণভাবে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছেঃ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কোনো ধরনের অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণভাবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল কোর্স (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদালয়ের কলাভবনে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আজ ডেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগেও আমরা এমবিবিএস পরীক্ষা নিয়েছি। সেখানে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। সেখানেও কোনো ধরনের অনিয়ম হয়নি। প্রশ্নফাঁসের তো প্রশ্নই ওঠে না। আশা করছি এবারো আমরা আগের মতো কোনো ধরনের অনিয়ম ছাড়া পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবো।’

কোনো ধরনের অনিয়ম হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এবারের পরীক্ষায় অধিকাংশই ছাত্রী। ছাত্রদের সংখ্যা কম। প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ছাত্রী।এর আগে এমবিবিএস পরীক্ষায়ও একই অবস্থা দেখা যায়, ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। এটা প্রধানমন্ত্রীর অর্জন যে, তার সময়ে নারীর ক্ষমতায়ন বাড়ছে।’

এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি এক হাজার ৩৮৫ আসনের বিপরীতে ২২ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ৯টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।