
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শারীরিক প্রতিবন্ধী রাসেলকে প্রতিবন্ধী কোটায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিদর্শক পদে চাকরি দেওয়ায় নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অদিদপ্তরের পরিচালকসহ সাতজনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেছুর রহমান।
পরে অ্যাডভোকেট ছিদ্দিক উল্ল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের ১৩ এপ্রিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মুন্সিগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জন্য জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়ন থেকে তৃতীয় শ্রেণির পদটির জন্য রাসেল আবেদন করেন । ওই বছরের ২১ জুন লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন থানার ৫৭ প্রার্থী উত্তীর্ণ হন, তাদের মধ্যে রাসেলও ছিলেন। পড়ে চূড়ান্তভাবে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়।
ওই পদের জন্য মৌখিক পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে রাসেল ২৮ পান। তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করে তিনি এ তথ্য জানতে পারেন। মৌখিক পরীক্ষায় প্রায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে এবং প্রতিবন্ধী কোটা থাকার পরও তিনি চাকরি পাননি। পরে রাসেল ঢালী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়ার কাছে আইনি পরামর্শের জন্য আসেন। অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া শারিরিক প্রতিবন্ধী কোটায় সহকারী পরিদর্শক পদে নিয়োগের জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন এবং পদটি সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করেন।