
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ সোনার বারসহ আব্দুল মোনায়েম নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা।
সোমবার বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ওই যাত্রীর অন্তর্বাস থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।
জব্দকৃত সোনার বারের ওজন ১১৬০ গ্রাম। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা আরো জানায়, চট্টগ্রামের বাসিন্দা মো. আব্দুল মোনায়েম আজ বেলা ১১ টায় BG0122 যোগে চট্টগ্রাম থেকে শাহজালালে অবতরণ করেন।
যাত্রী ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে তার অন্তর্বাস থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, আকাশপথে মাস্কাট থেকে আগত কোনো যাত্রীর থেকে এই সোনা হস্তান্তর হয়েছে। আটককৃত মো. আব্দুল মোনায়েমকে শুল্ক আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।