
এস,এম মনির হোসেন জীবন : হযরত শাহজালাল (রহ). আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দু’টি ঘটনায় ৪৬৪ গ্রাম ওজনের ৪টি সোনার বার সহ ২জন যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত যাত্রীরা হলেন ঢাকা জেলার কেরাণীগঞ্জের মো. পুরছালি। তার পাসপোর্ট নম্বর- বিএফ-০৫৭০৬৬২ ও মানিকগঞ্জ জেলার মনিরুল ইসলাম। তার পাসপোর্ট নং-বিএল.এই- ৪৪৪৬৫৮৭। জব্দ করা সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ২৩ লাখ ২০ হাজার টাকা বলে আজ বাসসকে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজ জানান, মঙ্গলবার বিকাল ৩ টা ২০ মিনিটের দিকে বিজি রিয়াদ ০৪০ যোগে সৌদি আরব থেকে শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পরে এদের কাছ থেকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপনে অভিযান চালিয়ে দুই যাত্রী মো. পুরছালি ও মনিরুল ইসলামকে আটক করে। পরে তাদের প্যান্টে, জুতার ভেতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ২টি করে মোট ৪ টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪৬৪ গ্রাম। আটককৃত সোনার মূল্য প্রায় ২৩ লাখ ২০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ জানান, আটককৃত ২ যাত্রী এগুলো টেক্স ফাঁকি দিয়ে ঘোষণা ব্যতিরেকে দেশে এনেছিলেন। প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃত ২জন যাত্রী সোনা আনার কথা স্বীকার করেছেন। জব্দকৃত সোনা গুলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে জমা আছে । আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।