শেষ লড়াইয়ে নিউজিল্যান্ড-ভারত

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচটা জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে জয়ের হাসি হেসেছে নিউজিল্যান্ড। আজ ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটা তাই রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচের জয়ী দলই জিতবে সিরিজ।

কে জিতবে সিরিজ- ভারত না নিউজিল্যান্ড?

জবাব মিলবে আজ রাতে। থিরুভানান্থাপুরামের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচ দিয়েই ভারতের ৫০তম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে মাঠটির।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথম ম্যাচে ভারতের রান-পাহাড়ে চাপা পড়েছিল নিউজিল্যান্ড। ভারতের করা ২০২ রানের জবাবে কিউইরা তুলতে পারে ১৪৯। আশিস নেহরার শেষ আন্তর্জাতিক ম্যাচ ভারত জেতে ৫৩ রানে।

রাজকোটে দ্বিতীয় ম্যাচে আবার ঠিক উল্টো চিত্র। এবার নিউজিল্যান্ডের রান-পাহাড়ে চাপা পড়ে ভারত। কলিন মানরোর ঝোড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ড তোলে ১৯৬। জবাবে ভারত থামে ১৫৬ রানে। ৪০ রানে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা।

ওই ম্যাচে ধীরগতির ব্যাটিংয়ের জন্য টি-টোয়েন্টিতে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। তার ৩৭ বলে ৪৯ রানের ইনিংসটা যদিও পুরো গল্প বলছে না। ধোনি যখন ছয় নম্বরে ব্যাটিংয়ে আসেন, ভারতের ৬৫ বলে দরকার ছিল ১৩০। কিন্তু ধোনি প্রথম ২৬ রান করতে খেলে ফেলেন ২৬ বল।

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নতুনদের সুযোগ করে দেওয়ার ব্যাপারটা মাথায় রেখে এই ফরম্যাট থেকে ধোনির সরে যাওয়া উচিত। আজ শেষ ম্যাচে ঝলক দেখিয়ে লক্ষ্মণকে একটা জবাব দেবেন ধোনি?

নিউজিল্যান্ড দুই বা এর বেশি ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে হারেনি তাদের শেষ আট সিরিজে। কিউইদের সামনে এই ধারাটা ধরে রাখার চ্যালেঞ্জ। আজ জিতলে পাকিস্তানের কাছে হারানো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ফিরে পাবে কেন উইলিয়ামসনের দল।