শ্বশুড়ের অর্ধেক মাথা ন্যারা করে চুনকালি মেখে জুতার মালা পরিয়ে দিলেন জামাতাঃ এলাকাজুড়ে তোলপাড়

ক্রাইমরিপোর্টার নীলফামারী ॥
স্ত্রী স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করার শ্বশুড়ের মাথা ন্যাড়া করে জুতার মালা পড়িয়ে দিলেন জামাতা আতাউর রহমান তোবার।এ ঘটনায় আজ শনিবার(২৯শে এপ্রিল) পর্যন্ত ঘটনার শিকার ব্যক্তি কিম্বা তার পরিবারের পক্ষে কেউ অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মামলা করবার সাহস পায়নি!
জানা গেছে, নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার রাতে বালাপাড়া ইউনিয়নের ছাতনাই গ্রামের মৃত কাছের উদ্দিনের পুত্র মজিবর রহমান (৬০) ডিমলা থেকে বাড়ী যাওয়ার পথে খগার হাটে রাত ৯টায় চা খেতে বসে। এমন সময় খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের আতাউল ইসলাম শ্বশুড় মজিবর রহমানকে দেখতে পায়। চায়ের দোকান থেকে মজিবর রহমানকে জোরপুর্বক খগার হাটের পুর্ব দিকে ১কিলোমিটার রাস্তা টেনে হিচরে আতাউলের বাড়ীতে নিয়ে যায়। বাড়ী নিয়ে গিয়ে ব্লেড নিয়ে অর্ধেক মাথা ন্যাড়া করে চুনকালী মাখিযে ও জুতার মালা পড়িয়ে আবারও বাজারে পাঠায়। পরে স্থানীয় জনতা জুতার মালা ফেলে দেয়। রাত ১১টার দিকে ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত জনতা খগারহাটে মজিবরকে ঘিরে রাখে। পরে পুলিশ গিয়ে বালাপাড়া ইউপি সদস্য সেলিম আজাদের মাধ্যমে মজিবর রহমানকে  তার নিজ বাড়িতে পাঠায়।
ঘটনার সুত্রে আরো জানা যায়, মজিবর রহমানের কন্যা ছকিনা বেগমের সাথে ৮ বছরে আগে আতাউল ইসলামের বিয়ে হয়। গত ২মাস পুর্বে ছকিনা বেগম আতাউলকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। স্ত্রী ছকিনা বেগম অন্যত্র বিয়ে করার কারনে ক্ষিপ্ত হয়ে আতাউল উক্ত ঘটনা ঘটায়।
ঘটনার শিকার মজিবর রহমান বলেন, আমাকে অন্যায়ভাবে বাজার থেকে টেনে হেচরে জামাতা আতাউল বাড়ীতে নিয়ে গিয়ে অর্ধেক মাথা ন্যাড়া করে কড়াই কালী ও চুনকালি লাগিয়ে দিয়ে জুতার মালা পড়িয়ে বাড়ী থেকে বের করে করে। বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া বলেন, বিষয়টি মানবাধিকার লক্ষনের সামিল ও চরম অন্যায়। ডিমলা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ , বিষয়টি জানার পর রাতে ঘটনাস্থলে গিয়ে মজিবর রহমানকে ইউপি সদস্যের মাধ্যমে নিজ বাড়ীতে পাঠানো হয়েছে। মামলা দেয়ার জন্য বলা হয়েছে মামলা দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।