মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর উইনিয়নের খৈয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক জন শিক্ষক দিয়ে পাঠদান কর্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। গত ৯ মে বুধবার সকাল সাড়ে ১২ টার দিকে সরেজমিনে বিদ্যালয়ে দেখাগেছে এ শিক্ষা প্রতিষ্ঠানে কেটয়ট খালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহানকে দিয়ে বিদ্যালয়টির একাধিক শ্রেনি কক্ষে পাঠদান কার্য ক্রম চালছে।
অথচ এই প্রাথমিক বিদ্যালয়টিতে বালক শিক্ষার্থীর সংখ্যা ১৪৬ জন ও বালিকা শিক্ষার্থীর সংখ্যা ১৩০জন। বিদ্যালয়টিতে ২৭৬ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন ৫ জন শিক্ষক। এদের মধ্যে প্রধান শিক্ষক হুমায়ুন কবীর সহ সাদিয়া আরফিন ও জয়নব দুলালি প্রশিক্ষনে রয়েছেন। শিক্ষিকা সিলভিয়া মমতাজ গর্ভকালিন ছুটিতে রয়েছে। আর শিক্ষক জয়নাল আবেদীন প্রায় ১ বছর ধরে বিদ্যালয়ে আসছেন না। দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারনে বিদ্যালয়ের পাঠদানে বিশৃঙ্খলা সৃষ্টি ও ১৯৭৯ সালের কর্মচারী শৃঙ্খলা আচরন বিধির পরিপন্থি হওয়ার কারনে গত ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা অফিস থেকে ৪২৩ নং স্বারকে একটি নোটিশ পাঠায়।
পরবর্তিতে ২০১৮ সালের ৫ই এপ্রিল আরেকটি নোটিষ পাঠানো হলেও তিনি বিদ্যালয়ে যোগদান করেননি। বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক দুঃখ প্রকাশ করে বলেন, আমরা কখনও দেখিনি একটি বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের মধ্যে সবাই অনুপস্থিত। তাছাড়া পার্শ্ববর্তি বিদ্যালয়ের ১ জন শিক্ষকা দিয়ে কিভাবে প্রতিষ্ঠানটি চলছে।
তাছাড়া উপজেলা শিক্ষা অফিসার কিভাবে এক সাথে ৩ জনকে প্রশিক্ষনে পাঠান। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীরের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা শিকার করেন।এ সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার মোসাৎঃ জান্নাতুল ফেরদৌস কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন বদলী হয়ে এসেছি তাই উপজেলার সবগুলো স্কুলের ব্যপারে জানিনা, এবিষয়ে এখন শুনতে পেলাম, এখনিই ব্যবস্থা নিচ্ছি।


