
মোঃ সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ শ্রীনগর সদর ইউনিয়নে দয়হাটা গ্রামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়। বুধবার সকাল আনুমানিক ৯ টার দিকে এ রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার দয়াহাটা গ্রামের সুজন শেখ ও তার স্ত্রী পিংকি বেগম (২৬) এর মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল।
প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে কিস্তির টাকার বিষয় নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। বুধবার সকালে স্বামী সুজনকে ঘুমে রেখে স্ত্রী পিংকি বেগম তার ছোট ছেলে তানজিল ৮ মাস কে কোলে নিয়ে। বড় ছেলে ইয়াসিন ৪ বছরকে প্রাইভেট পড়ার জন্য এগিয়ে দিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। ঘন্টা খানেক পরে হঠাৎ পিংকি বেগমকে কোলে নিয়ে তার স্বামী সুজন শেখ ঘর থেকে বেড় হয়ে বাড়ির সকলকে জানায়,পিংকি মারা গেছে। এ নিয়ে এলাকা বাসীদের সন্দেহ হয়। পরবর্তীতে তারা পিংকিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পিংকি বেগমকে মৃত বলে ঘোষণা করলে। এলাকা বাসী থানা পুলিশকে খবর দেয় থানা পুলিশ পিংকির স্বামী সুজসকে আটক করেছে। গৃহবধুর রহস্য জনক মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। লাশটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন।