সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ৬ মাদক সেনবকারীকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত র্যাব-১১ এর মুন্সীগঞ্জ ভাগ্যকুল শাখার বিশেষ একটি টিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকালে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো মোঃ মেহেদী হাসান (২১), সুমন শেখ (৩২), রাসেল হাজাম (২৫), রুবেল হুসেন (২৮), মোঃ রুবেল (২৭), শেখ মনির (২৮)।
পরে রাতেই আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল ইসলামের কার্যালয়ে নিয়ে গেলে তিনি মোবাইল কোর্ট বসিয়ে প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন।


