শ্রীনগরে ২৬টি বিষধর সাপ উদ্ধার

মোঃ সুমন হোসেন শাওন, শ্রীনাগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব দেউলভোগ এলাকা থেকে ২৬টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। ২টি বসতবাড়ির ভিতর থেকে এসব সাপ উদ্ধার করা হয়। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে বিষধর সাপ উদ্ধার করা হয়। শংকর দাস,  সুনিল দাসের বাড়ি থেকে এসব সাপ উদ্ধার করে সাপের কবিরাজ। সাপের কবিরাজ  আব্দুল কাদের জানান, স্থানীয় এলাকাবাসি খবর দিলে ২ টি টংয়ের বসতঘর থেকে ২৬টি সাপ উদ্ধার করা হয়। সাপগুলোর মধ্যে রয়েছে- দাড়াইশ, খইয়া পানোস, কালি পানস, দগ্ধ পানস, কিং কোবরা, ঝিংরাজ এবং ১৯টি বাচ্চা সাপ উদ্ধার করা হয়। খবর দেওয়ার আগেই এলাকাবাসী ৭টি বাচ্চা সাপ মেরে ফেলে। এদিকে, সর্প কবিরাজ কাদের নিজ জেলা কুমিল্লায় সাপ গুলো নিয়ে যাচ্ছেন। সাপগুলো নিজ কাজে ব্যবহার করবেন বলে জানান তিনি।