
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -১১ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ৫০৫ পিস ইয়াবাসহ ২ জন কে আটক করেছে ।
সোমবার ২০ নভেম্বর বিকাল পৌনে ৪ টায় দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ এ তথ্য জানায়। র্যাব-১১ কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানাধীন মধ্য পানিয়া গ্রামের আলী হোসেন শেখ এর বসত ঘরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফুলমালা (৫০), এবং মোঃ ফারুক সরদার (৩০) পিতা খালেক সরদার কে ৫০৫ (পাঁচশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট ও নগত ২০,২০০/- (বিশ হাজার দুই শত টাকা) উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১,৫১,৫০০/- (এক লক্ষ একান্ন হাজার পাঁচশত) টাকা। এ ব্যপারে আসামীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।