
ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের সফল আয়োজনের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে বেশ আগ্রহ নিয়েই অপেক্ষায় ছিল পাকিস্তানি সমর্থকরা। চলতি মাসেই পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ক্যারিবীয়দের।
তবে লাহোরে অনুষ্ঠিত ওই সিরিজটি স্থগিত হতে পারে। বর্তমানে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় লাহোর। আবহাওয়া প্রতিকূলে থাকার পাশাপাশি আরও একটি কারণে এই সিরিজ পিছিয়ে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিকাংশ তারকা খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন। এখানে খেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আপাতত স্থগিত করা হতে পারে বলে ডনকে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নভেম্বরে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য একমত হয়েছিল। কিন্তু আবহাওয়া ও অন্য কিছু কারণে পিছিয়ে যেতে পারে সিরিজটি। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পিছিয়ে গেলে তা আগামী বছরের মার্চের দিকে অনুষ্ঠিত হতে পারে।