সংবিধান অনুযায়ী কারো দুই বছরের বেশি কারাদণ্ড হলে, তিনি নির্বাচনের অযোগ্য হন

জ্যেষ্ঠ প্রতিবেদক : বৃহস্পতিবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সচিবালয়ে নিজের কক্ষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। সংবিধান অনুযায়ী কারো দুই বছরের বেশি কারাদণ্ড হলে, তিনি নির্বাচনের অযোগ্য হন।

তিনি বলেন, নিয়ম মোতাবেক উচ্চ আদালতের কোনো রায়ের ক্ষেত্রে ৩০ দিন সময় পাওয়া যায় আপিলের জন্য। তবে এই বিশেষ আদালতের রায়ের ক্ষেত্রে ৬০ দিন সময় পাওয়া যাবে।