
জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির জনসভা ভণ্ডুল করতে সমাবেশে আসতে বাধা ও নেতা-কর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চ থেকে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শনিবার রাত থেকেই ঢাকা ও আশেপাশের এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মাধ্যমে সরকার অগণতান্ত্রিক আচরণের পরিচয় দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব করে পার পাওয়া যাবে না। রিজভী বলেন, শুনতে পাচ্ছি বিভিন্ন স্থানে গণপরিবহন বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল রোধ করতে পারবে না সরকার।