সাংবাদিক উৎপলের সন্ধানের খবর ‘গুজব’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ২৬ দিন নিখোঁজ অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাসের সন্ধান পাওয়ার খবরটি ‘গুজব’ বলে জানিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক।

রোববার সন্ধ্যার দিকে একাধিক টিভি চ্যানেলের স্ক্রলে প্রচার করা হয়, সাংবাদিক উৎপল দাসের সন্ধান মিলেছে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। এরপরই রাইজিংবিডির পক্ষ থেকে ওই হাসপাতালে যোগাযোগ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার সন্ধানের বিষয়ে কিছু জানাতে পারেনি। এরপর মির্জাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উৎপলের সন্ধানের বিষয়টি ‘গুজব’ বলে জানান।

তিনি বলেন, ‘‘সন্ধ্যায় কয়েকজন গণমাধ্যমকর্মীর কাছ থেকে আমি শুনতে পাই নিখোঁজ সাংবাদিক উৎপলকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গেছে। মতিঝিল থানার ওসির বরাত দিয়ে সন্ধান পাওয়ার খবর অনলাইন পত্রিকায় প্রচার করা হয়। পরে আমি মতিঝিল থানায় যোগাযোগ করে জানতে পারি, সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে মতিঝিল থানার ওসিকে জানান- উৎপল দাস কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে মির্জাপুর থানা থেকে কুমুদিনী হাসপাতালে খোঁজ নেওয়া হলে সেখানে উৎপলের সন্ধান পাওয়া যায়নি।’’

মির্জপুর কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল পোদ্দার বলেন, ‘‘আজ বা গত কয়েক দিন এই নামে কোনো রোগী হাসপাতালে চিকিৎসা নেয়নি। বিভিন্ন গণমাধ্যমে উৎপলের যে ছবি প্রকাশ করা হয়েছে, সেই চেহারার কোনো রোগীকে আমরা চিকিৎসা দেইনি।’’

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ জানান, থানার মাধ্যমে জানতে পেরে তারা মির্জাপুরের প্রতিটি হাসপাতালে যোগাযোগ করেছেন। তাদের জানামতে মির্জাপুরের কোনো হাসপাতালে এই নামের কোনো রোগী চিকিৎসাধীন নেই।

গত ১০ অক্টোবর থেকে রাজধানীর মতিঝিলের পূর্বপশ্চিমবিডি.নিউজের কার্যালয় থেকে অফিস শেষে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন উৎপল দাস। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি জিডি করা হয়েছে।