সাংবাদিক এম. মোতালেব শাররীক ভাবে অসুস্থ, দোয়া প্রার্থী

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক, দৈনিক নওরোজ পত্রিকার উপজেলা প্রতিনিধি  ও প্রবীণ সাংবাদিক এম মোতালেব মল্লিকঁ শারীরিকভাবে অসুস্থ। র্দীঘদিন যাবৎ নানা রোগে অসুস্থ থাকায় গত কয়েক দিন পূর্বে তার শররীরে রক্ত স্বল্পতা দেখা দেওয়ায় ১৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা সারে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি  বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টি.এস. ডা.  রেজাউল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যে স্যালাইন, ইনজেকসন  ও ঔষধ প্রদান করেছেন। তিনি জাতীয় পাক্ষিক স্বকাল দিয়ে ১৯৯৯ সালে সাংবাদিকতা শুরু করেন। পরে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় উপজেলা ও জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সাপ্তহিক দূর্নীতির সন্ধানে জেলা প্রতিনিধি ও দৈনিক নওরোজে উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নির্বাহী সদস্য ঢাকা ডিভিশনাল প্রেস। তিনি সকল সাংবাদিক  পরিবার ও মুন্সীগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থী।