সাতক্ষীরা : মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জের পিরোজপুর কাটাখালী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আব্দুল মান্নান সরদার (৫০) ও সোনাতলা গ্রামের আজগর আলির ছেলে নুর হোসেন (৩২)। আহতরা হলেন- তুহিন ও শান্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুর হোসেন মোটরসাইকেলযোগে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। তার মোটরসাইকেলে ছিলেন তুহিন ও শান্ত। তারা কালীগঞ্জের কাটাখালী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
সাতক্ষীরা কালীগঞ্জ সার্কেলের (এএসপি) ইমরান মেহেদী সিদ্দিকি জানান, মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে দেবহাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহতরা একই স্থানে চিকিৎসাধীন।


