
সাতক্ষীরা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে তিনটি পাইপগান, একটি রাইফেল, একটি একনলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
র্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদুল ইসলাম বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযানে গেলে বনদুস্য জোনাব বাহিনীর সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি পাইপগান, একটি রাইফেল, একটি একনলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলি বলেন, র্যাবের সঙ্গে জোনাব বাহিনীর গুলিবিনিময়ের ঘটনায় নান্নু মোল্লা নামে একজন নিহত হয়েছেন। তার লাশ শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স আছে।